ডেঙ্গুতে মৃত্যু ৭ জন, নতুন ভর্তি ১৬২৩ জন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে মৃত্যু ৭ জন, নতুন ভর্তি ১৬২৩ জন

ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে নতুন রোগী আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন আরো ৭ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ পৌঁছে গেছে।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৬২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ ও ঢাকার বাইরের ৪৫৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১০৯ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৪৫ জন।

 

অন্যদিকে এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ হাজার ৭৯৩ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪ হাজার ৬১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯৪৭ জন। তাদের মধ্যে ঢাকা সিটির ৩ হাজার ২৩৮ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৭০৯ জন।

 

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারা দেশে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য