প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়লো ৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়লো ৫ হাজার টাকা
ফাইল ফটো

বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

 

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করার এ ঘোষণা দেন।

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত এসেছে। আমরা সবাইকে এমনটি নিশ্চিত করছি।’

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত বাড়িয়ে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।

 

তাদের দাবি ছিল ৫০ হাজার টাকা এমন প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই মুহূর্তে এর চেয়ে বেশি বৃদ্ধি সম্ভব নয়। পরবর্তীতে এ সংকট কেটে গেলে তাদের আরও বাড়ানো সম্ভব হবে।’

 

বেশ কিছুদিন ধরে ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীরা। গতকাল রোববার তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। ফলে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা। বিকেল ৫ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এর আগে বিকেল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে এসে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, উপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন।

 

তাদের আন্দোলন প্রত্যাহারে পর বিকেল ৫টার পর আবারও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য