ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জন রাজধানী ঢাকায় এবং ঢাকার বাইরে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসের এই ১৮ দিনে মৃত্যু হয়েছে ৮০ জনের।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৩৩ জন । কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তিদের মধ্যে ৭৭৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ৭৫৪ জন।

 

বর্তমানের দেশের সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৬৯ জন। এরমধ্যে ঢাকায় ৩ হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১২৬ জন।

 

ডেঙ্গু নিয়ে চলতি বছরে সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার জন। এরমধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৭৬ জন এবং ঢাকার বাইরে ৮ হাজার ৫২৪ জন।

 

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৮ হাজার ৩০৪ জন। এরমধ্যে ঢাকায় ১১ হাজার ৯৩৭ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৬৭ জন।

 

ডেঙ্গুতে চলতি বছরের এ পর্যন্ত প্রাণ গেছে ১২৭ জনের। এরমধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ৮০ জনের। জুন মৃত্যু হয়েছে ৩৪ জনের। বাকি কয়েকজন তার আগের মাসগুলোতে মারা গেছেন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য