ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১০ জন ঢাকায়, ৪ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ১৭২ জন এবং ঢাকার বাইরে ৪৩ জন। মৃতদের মধ্যে ১২১ জন নারী এবং ৯৪ জন পুরুষ। শুধু চলতি জুলাই মাসের এই ২৬৭ দিনে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। জুনে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান।
কন্ট্রোল রুম জানায়, ২১ জুলাই সকাল ৮ টা থেকে ২২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৩২৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৬ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ৩৪১ জন। এরমধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন। চলতি জুলাই মাসের ২৬ দিনে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৩৬৩ জন। সেই হিসেবে দিনে গড়ে ১২৪৪ জন করে এবং ঘন্টায় ৫১ জন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বলা চলে প্রায় প্রতি মিনিটে মিনিটে একজন করে হাহপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৮ হাজার ১৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ৭৬০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৪২৯ জন।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৭৪৪ জন এবং ঢাকার বাইরে ১৩ হাজার ১৩৯ জন।
ঢাকায় নারীদের আক্রান্তের হার কম। ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৬৭৬ জন । এরমধ্যে ৯ হাজার ৪৫৮ জন নারী এবং পুরুষ ১৪ হাজার ২১৮ জন। ঢাকার বাইরেও নারী আক্রান্তের হার কম। ঢাকার বাইরে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৬৬৫ জন। এরমধ্যে ৫ হাজার ১৩৫ জন নারী, ১১ হাজার ৫৩০ জন পুরুষ। নারীরা কম আক্রান্ত হলেও তাদের মৃত্যু বেশি হয়েছে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য