ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৮ জন ঢাকায়, ২ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২৯৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ২৩৪ জন এবং ঢাকার বাইরে ৫৯ জন। মৃতদের মধ্যে ১৬৫ জন নারী এবং ১২৮ জন পুরুষ। শুধু জুলাই মাসে মৃত্যু হয়েছে ২০৪ জনের। আগস্টের এই চার দিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। জুন মাসে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান।
কন্ট্রোল রুম জানায়, ৩ আগস্ট সকাল ৮ টা থেকে ৪ জুলাই সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ হাজার ৭৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৮৯২ জন এবং ঢাকার বাইরে ৮৬৫ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৫৫ জন এবং ঢাকার বাইরে ২৮ হাজার ১৯ জন। শুধু জুলাই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৮৫৪ জন। আগস্টের এই চারদিনে ভর্তি হয়েছে ৯ হাজার ৬৪১ জন।
বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৯ হাজার ২৬ জন। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ৫৬৮ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৪৫৮ জন।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫২ হাজার ১৫৪ জন। এরমধ্যে ঢাকায় ২৮ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরে ২৩ হাজার ৫০২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
ভোরের আকাশ/আসা
মন্তব্য