শুধু আগস্টের ২১ দিনেই ৫০ হাজার

ডেঙ্গুতে চলতি বছরে ভর্তি লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে চলতি বছরে ভর্তি লক্ষাধিক

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লক্ষাধিক। শুধু আগস্টের ২১ দিনেই ভর্তি হয়েছে অর্ধ লক্ষাধিক।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ১৯১ জন। এরমধ্যে শুধু আগস্টের এই ২১ দিনে ভর্তি হয়েছে ৫০ হাজার ৩৫৯ জন।

 

এদিকে ২১ আগস্ট সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানায়, মৃতদের ৬ জন ঢাকায়, ৩ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ৩৬৩ জন এবং ঢাকার বাইরে ১২২ জন।

 

মৃতদের মধ্যে ২৭৭ জন নারী এবং ২০৮ জন পুরুষ। জুলাই মাসে মৃত্যু হয়েছে ২০৪ জনের। আগস্টের এই ২১ দিনে মৃত্যু হয়েছে ২৩৪ জনের। জুন মাসে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ২ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৫ জন।

 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ১৯১ জন। এরমধ্যে ঢাকায় ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে ৫২ হাজার ৮৬৩ জন। শুধু জুলাই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৮৫৪ জন। আগস্টের এই ২১ দিনে ভর্তি হয়েছে ৫০ হাজার ৩৫৯ জন।

 

বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৭ হাজার ৬৮৬ জন। এরমধ্যে ঢাকায় ৩ হাজার ৬০৭ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭৯ জন।

 

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪ হাজার ২০ জন। এরমধ্যে ঢাকায় ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ৬৬২ জন।

 

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য