ডেঙ্গুতে একদিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন ঢাকায়, ৫ জন ঢাকার বাইরে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৬ জনের। যাদের মধ্যে ঢাকায় ৩৭৪ জন এবং ঢাকার বাইরে ১৩২ জন।
মৃতদের মধ্যে ২৮৮ জন নারী এবং ২১৮ জন পুরুষ। জুলাই মাসে মৃত্যু হয়েছে ২০৪ জনের। আগস্টের এই ২৩ দিনে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। জুন মাসে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ২৩ আগস্ট সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। এরমধ্যে ঢাকায় ৫১ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার ৪০২ জন। শুধু জুলাই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৮৫৪ জন। আগস্টের এই ২৩ দিনে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৫৯৭ জন।
বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে ঢাকায় ৩ হাজার ৫৮০ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৮ হাজার ৯৮ জন। এরমধ্যে ঢাকায় ৪৭ হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরে ৫১ হাজার ২৫ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের।
ভোরের আকাশ/আসা
মন্তব্য