ফিজিওথেরাপি চিকিৎসক সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদ বিপিএ’র

নিজস্ব প্রতিবেদক
ফিজিওথেরাপি চিকিৎসক সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদ বিপিএ’র

ফিজিওথেরাপি চিকিৎসক সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদারের আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এ্যাসোসিয়েশন (বিপিএ)।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি ডা. প্রদীপ কুমার সাহা।

 

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার গত ২৬ সেপ্টেম্বর বিকালে রাজধানীর ডিপিআরসি হাসপাতালে ফিজিউথেরাপি চিকিৎসকদের হয়রানির উদ্দেশে ডা. সফিউল্লাহ প্রধানকে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন যা বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়। এতে ফিজিওথেরাপি পেশাজীবীদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ফিজিওথেরাপি চিকিৎসকগন মহামান্য সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী (ডা.) পদবী ব্যবহার করছেন। পরিচালকের বক্তব্যে মহামান্য সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট ডিভিশনকে অবমাননা করা হয়েছে।

 

বক্তব্যে ডা. প্রদীপ কুমার সাহা উল্লেখ করেন, ২০০৮ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর অস্থায়ী ফিজিওথেরাপিস্ট নিবন্ধন কার্যালয় থেকে স্বীকৃত ফিজিওথেরাপিস্টদের ‘ফিজিওথেরাপি চিকিৎসা পেশাদার’ হিসেবে অস্থায়ী রেজিষ্ট্রেশন সনদ প্রদান করেন।

 

২০১১ সালের ২৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে পরিচালক প্রশাসন (স্বারক নং ১৪৩/১১/৮২১২) থেকে বাংলাদেশের সকল সিভিল সার্জনদের চিঠি দেওয়া হয় যাতে ফিজিওথেরাপি চিকিৎসকদের পেশাগত কাজে হয়রানী করা না হয়, যা সকল জেলা প্রশাসকদের অবহিত করতে বলা হয়।

 

তিনি আরও উল্লেখ করেন, ২০১২ সালের ৪ জানুয়ারী বিএমডিসি আইন ২০১০ এর বিরুদ্ধে রীট আবেদন করিলে মহামান্য সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট ডিভিশন স্বীকৃত ফিজিওথেরাপিস্টদের নামের পূর্বে (ডা.) পদবী লিখে পেশাগত দ্বায়িত্ব পালনে যাতে যেকোন আইনগত সংস্থা থেকে হয়রানী করা না হয়। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে জাতীয় সংসদে ফিজিওথেরাপি চিকিৎসকসহ সকল রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনারদের নিয়ন্ত্রনের জন্য বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ নামে একটি আইন পাস হয়।

 

প্রদীপ কুমার সাহা জানান, জাতীয় সংসদে পাসকৃত ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার ও রিহ্যাবিলিটেশন পেশাজীবিদের জন্য গঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ অনুযায়ী পরিচালিত হবে, বিএমডিসি এক্ট-২০১০ দ্বারা না। অথচ প্রায় সময়ই বিএমডিসি এক্ট -২০১০ এর ক্ষমতা বলে ফিজিওথেরাপিস্ট দের হয়রানী করা হয়। তাই তিনি রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার ও ফিজিওথেরাপিস্টদের হয়রানী করা করা না হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপিএ’র মহাসচিব ডা. তৌহিদুজ্জামান লিটু, সহ সভাপতি ডা. আরিফ জোবায়ের, সহ সভাপতি ডা. মহসীন কবির লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট ডা. মোহাম্মদ কামরুজ্জামান এবং বিপিএর সাবেক সহ-সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ডা. আলাউদ্দিন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য