শেরপুর সদর হাসপাতালে ইনজেকশন প্রয়োগের পর ৩০ রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে। ১৩ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে বলে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এতে চিকিৎসাসেবা প্রার্থীদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, ইনজেকশনগুলোতে কোনো ত্রুটি ছিল কি-না বা মেয়াদোত্তীর্ণ ছিল কি-না, কিংবা প্রয়োগের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি-না, তা তদন্ত করা আবশ্যক।
এ বিষয়ে শেরপুর জেলা সিভিল সার্জনকে অসুস্থ রোগীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ ঝুঁকি নির্ণয়সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শেরপুর জেলা প্রশাসককে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য