স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী (২য়) শ্রেণী নবনির্বাচিত কর্মকর্তা- কর্মচারীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিত কুমার দেবনাথ।
এতে সমিতির প্রধান উপদেষ্টা স্বাস্থ্য সেবা বিভাগের ব্যাক্তিগত কর্মকর্তা কাজী হাফিজুর রহমান নব নির্বাচিত কমিটির মাঝে দ্বায়িত্ব হস্তান্তর করেন।
তিনি বলেন, অনেক বাঁধা বিপক্তির পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার আহবান জানাই।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আকতার হোসেন তালুকদার বলেন, আমরা একটা পরিবার। যারা নির্বাচনে জয় হতে পারেনি তারাও জয়ী বলে মনে করবেন। সবাই একত্রিত হয়ে কাজ করতে চাই। আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের সকলের একমত হয়ে কাজ করলে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন হবে।
সাধারন সম্পাদক জাফর আহমেদ বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আগামী দুই বছর আমরা সকলের অধিকার আদায়ে কাজ করব।
এই সময় সহকারী সচিব রফিকুল ইসলাম মিলন বলেন, সরকারি, বেসরকারি মেডিকেলগুলোতে যাতে আমরা সম্পূর্ণভাবে বিনামূল্যে চিকিৎসা পায় সে বিষয়ে কাজ করতে হবে। এটা নিয়ে একটা আলাদা আইন করে দিতে হবে।
ব্যাচ কেন্দীক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। অতিদ্রুত আমাদের সবার জন্য হেলথ কার্ড করতে হবে।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/মি
মন্তব্য