logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৩:৫৫
মোমবাতি জ্বালিয়ে ভোট
টাঙ্গাইল প্রতিনিধি

মোমবাতি জ্বালিয়ে ভোট

৩২নং গোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ

কেন্দ্রে চলছে ভোট। তবে তা চলছে মোমবাতি জ্বালিয়ে। টাঙ্গাইলের আটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩২নং গোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র এটি। বৃহস্পতিবার সকালে সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মোমবাতি জ্বালিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

হাসান নামে এক ভোটার বলেন, সকালে ভোট দিতে গিয়ে দেখি লাইটের পরিবর্তে মোমবাতি জ্বালিয়ে রাখছে। পরে অন্ধকারের মাঝেই ভোট দিছি। যদি লাইটের ব্যবস্থা বেশি করত তাহলে সুবিধা হতো ভোট দিতে।

রাবেয়া খাতুন নামে ৫০ বছরের এক বৃদ্ধা বলেন, এমনিতে চোখে কম দেখি তার মধ্যে লাইট নাই। তাই মোমবাতি জ্বালিয়ে ভোট দিলাম, খুব অসুবিধা হলো। দিনের মধ্যেও এ রকম অন্ধকার চিন্তা করা যায় না। 

প্রিসাইডিং কর্মকর্তা আহসান হাবীব বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ। যে লাইট রয়েছে ভোটকক্ষে আলো পৌঁছাচ্ছিল না। তাই মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন এবং সাধারণ সদস্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। ১০টি ভোটকেন্দ্রে ২৪ হাজার ৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।