নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হয়াৎ আইভী।
তিনি বলেছেন, ‘নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি অত্যন্ত খারাপ জিনিস। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে বলে জেনেছি। তবে সত্য-মিথ্যা আমি জানি না, কিন্তু এটা উদ্বেগজনক। এ সকল কর্মকাণ্ড পরিহার করা ভালো। কালো টাকা রোধে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো প্রয়োজন।’
রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড ওয়াবদা ক্যানেল ও ৫নং ওয়ার্ডের রেললাইন এলাকায় নির্বাচনী প্রচার ও গনসংযোগ শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আইভী বলেন, ‘আমি মনে করি আমার নৌকা ১৬ জানুয়ারি বিজয়ী হবে। সব প্রার্থীরা শুধু আমার বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু আমি কারো বিরেুদ্ধে কোনো অভিযোগ তুলছি না। আমি একজন নারী হিসেবে সকল প্রার্থীদের অভিযোগের তীর আমার দিকেই।’
ইভিএম প্রসঙ্গে আইভী বলেন, ‘নতুন প্রযুক্তিকে আমাদের স্বাগত জানাতে হবে। আমি বিগত ২০১১ সালের নির্বাচনে কোনো শঙ্কা প্রকাশ করেনি। তাহলে এবারের নির্বাচনে কেন শঙ্কা প্রকাশ করবো। আমি অবশ্যই চাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। ভোটের মাধ্যমে যিনি বিজয়ী হয়ে আসবেন তিনিই আগামীতে দায়িত্বভার গ্রহণ করবেন।’
নির্বাচন মানেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জানিয়ে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়। ট্যাক্সের বিষয়েও অনেক কথা বলা হয়েছে। সব চ্যালেঞ্জ নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি।’