logo
আপডেট : ৬ জানুয়ারি, ২০২২ ১৮:৫৬
আবরার হত্যা মামলার সব নথি হাইকোর্টে
আদালত প্রতিবেদক

আবরার হত্যা মামলার সব নথি হাইকোর্টে

আবরার ফাহাদ। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য সব নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এসব নথিপত্র পাঠানো হয়।

ট্রাইব্যুনালের অতিরিক্ত প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডেথ রেফারেন্সসহ অন্যান কার্যক্রমের জন্য মামলার ৬৬২৭ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় গত ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান রাসেল (২৪), অনিক সরকার ওরফে অপু (২২), মেহেদী হাসান রবিন ওরফে শান্ত (২৩), ইফতি মোশাররফ সকাল (২০), মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মাজেদুর রহমান ওরফে মাজেদ (২০), মুজাহিদুর রহমান ওরফে মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম ওরফে তানভির (২১), হোসেন মোহাম্মদ তোহা (২১), শামীম বিল্লাহ (২১), মো. সাদাত ওরফে এএসএম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মিজানুর রহমান ওরফে মিজান (২২), এসএম মাহমুদ সেতু (২৪), সামসুল আরেফিন রাফাত (২১), মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (২০), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (২০), মোহাম্মদ মোর্শেদ উজ্জামান মণ্ডল প্রকাশ জিসান (২২) ও মুজতবা রাফিদ (২১)। তাদের মধ্যে পলাতক রয়েছেন তানিম, প্রকাশ জিসান ও রাফিদ।

মামলায় অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), আকাশ হোসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩) ও মোয়াজ ওরফে মোয়াজ আবু হুরায়রাকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।