logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০২২ ১৬:১৯
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে বুবলী-আদরের তালাশ
অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে বুবলী-আদরের তালাশ

বাংলার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী অভিনীত নতুন সিনেমা ‘তালাশ’ মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। বুধবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক। যাতে আদর-বুবলীর ছবির মাঝে স্থান পেয়েছে সাদাত হোসাইনের গীতি কবিতার কয়েকটি লাইন- তুই অর্ধেক ব্যথা/ অর্ধেক ব্যথাহীন/ তুই বুকের ভেতর গাঁথা/ আস্ত সেফটিপিন।


‘তালাশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হবেন আদর আজাদ। এই সিনেমায় তিনি কণ্ঠশিল্পী সুমন চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। এমন একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।


ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। গত বছর সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসিতে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন- আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।


সিনেমাটি নিয়ে বুবলী বলেন, সৈকত নাসির ভাই দক্ষ একজন পরিচালক। প্রয়োজনে তিনি স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন, আবার শিল্পীদের বেশ সহজভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে।


নির্মাতা সৈকত নাসির বলেন, ফার্স্টলুক দিয়ে আমাদের প্রচারণা শুরু করলাম। ধারাবাহিকভাবে টিজার, ট্রেলার ও গানগুলো প্রকাশ করব। চেষ্টা করব দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার। এই নির্মাতার ‘তালাশ’ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘বর্ডার’। শুটিং চলছে ‘মাসুদ রানা’, ‘পাপ’ ও ‘ক্যাশ’ নামে আরও তিনটি ছবির। উল্লেখ্য, এক দল গান পাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে সিনেমাটি।