logo
আপডেট : ৮ জানুয়ারি, ২০২২ ১৭:০২
এসএম রুবেল রানার ধারাবাহিক ‘ক্যাচাল’
বিনোদন প্রতিবেদক

এসএম রুবেল রানার ধারাবাহিক ‘ক্যাচাল’

তরুণ নাট্যনির্মাতা এসএম রুবেল রানার পারিবারিক গল্পে ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে। নাম ‘ক্যাচাল’। নামের মতোই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র। আর সেসব চরিত্রের ‘ক্যাচালে’ সুখী পরিবারে দুঃখ নেমে আসে। এসব চরিত্র রূপায়নে যেমন কুটিলতা এসেছে আর এই কুটিলতা সিনেমাটিক নিষ্ঠুরতাবিবর্জিত হাস্যরসে এগিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

সম্প্রতি রাজধানীর উপকণ্ঠে পূবাইল ও আড়াই হাজারে শেষ হয় জাহিদ বাবুলের গল্পে ধারাবাহিক ‘ক্যাচাল’-র প্রথম লটের কাজ। আতৈচি ভিশন ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ধারাবাহিকটিতে রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, আশিক চৌধুরী, তাকের স্বপন, অলিউল হক রুমি, আইনুন হক পুতুল, চাষী আরিফ, অভিনেতা সেলিম রেজা, জামাল রাজা, তানিয়া ঋতু, শর্মী ইসলাম প্রমুখ অভিনয় করেছেন।


গল্পের সার-সংক্ষেপ : চার ভাই এক বোনের অবস্থাসম্পন্ন সংসার। ভাইবোনদের সন্তান আদরে মানুষ করছে বড়ভাই জহর। খুঁতখুঁতে স্বভাবের কারণে বারবার পিছিয়ে যায় বড় ভাইয়ের বিয়ে। এতে করে আটকে যায় বাকিদের বিয়ে। বাড়িতে প্রতিটি ভাই একেক রকম বৈশিষ্টের। কেউ ব্যায়াম করেই সময় পার করছে তো কেউ জ্ঞান বিতরণ করে বেড়াচ্ছে। কেউবা খেলাধুলায় মনোযোগী, তার আবার দলবলে ওঠাবসা। একমাত্র বোন রূপসীর রান্নায় উদরপূর্তি করেন চার ভাই। তাই তাকে কেউ ছাড়তে চান না। সবার ছোট গহর প্রেমিক তবে ভীষণ কিপটে স্বভাবের।


ছোট ভাইদের তীব্র প্রতিবাদের মুখে একসময় ছোটবোন রূপসীর বিয়ে দিয়ে নিজে বিয়ে করতে রাজি হয় জহর। সুযোগ পেয়ে বোনও ঘরজামাই রাখার শর্তে বিয়ে করে। জামাইয়ের নাম নজর আলী। নামের মতোই কূটিল তার চরিত্র। শর্তানুযায়ী এবার জহর বিয়ে করল। দেবরদের সঙ্গে তার দারুণ সখ্য। তবে গহরের সঙ্গে ভাবটা একটু বেশি।


নিঃসন্তান চেয়ারম্যান তোরাব আলী। একমাত্র বোন আদুরীর নজর ওই চেয়ারের দিকে। জানতে পেরে বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে তোরাব। অহঙ্কারী তকমার কারণে পাত্র পাওয়া দায়। তবে সে কাজটি সহজ করে দেয় জহরের স্ত্রী। দেবর গহরের জন্য বুদ্ধি খাটিয়ে ঘরে আনে আদুরীকে।


বাড়িতে পা রেখেই চেয়ারম্যানি শাসন শুরু করে আদুরী। সঙ্গে যোগ দেয় ননদের জামাই নজর আলী। দুই ভাবি আর বোনের ‘ক্যাচালে’ দুশ্চিন্তায় পড়ে বাকি ভাইয়েরা। অনেক দেখেশুনে শিক্ষিত দেখে নহর বিয়ে করে। তবে যে আশায় তাকে বিয়ে করে নহরের সে আশা পূরণ হয় না, বরং উল্টো ‘ক্যাচাল’-এ পড়ে বউ হারাতে বসে। অবস্থা যখন এমন তখন প্রেমিকপুরুষ ছোট গহর প্রেমিক পরিচয়ে বাড়িতে এসে হাজির পাখি নামের মেয়ে। বাধ্য হয়ে বিয়ে করতে।


এদিকে নজর আলীর কূটচালে শুরু হয় সংসার ভাঙার। নেপথ্যে ইন্দন দেয় চেয়ারম্যান তোরাব আলী। বাদ্যবাজনার মতোই তার ক্যাচাল-এ পৃথক হতে থাকে ভাইদের সংসার। ধারাবাহিক নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে। নাটকটির দর্শকপ্রিয়তা পাবে বলে আশা রাখেন নির্মাতা এসএম রুবেল রানা।