logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২২ ০৭:২২
ক্রাইস্টচার্চ টেস্ট
লাথাম ও ইয়াংয়ের দাপুটে ব্যাটিং
ক্রীড়া ডেস্ক

লাথাম ও ইয়াংয়ের দাপুটে ব্যাটিং

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শুরু হয়েছে আজ। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। মুদ্রা ভাগ্যে জয় পাওয়ার পর প্রত্যাশামতই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্রাইস্টচার্চে হচ্ছে ম্যাচটি।

বাংলাদেশের একাদশে এ ম্যাচে পরিবর্তন আবশ্যিক ছিল। কেননা প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তার জায়গায় দলে এসেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া দলে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইনজুরির কারণে তিনিও দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে খেলছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড দলেও রয়েছে পরিবর্তন। রাচিন রবীন্দ্রের পরিবর্তে এসেছেন ড্যারেল মিচেল।

প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু প্রত্যাশিত টস জয় পেলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক দলের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথাম বাংলাদেশের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছেন। দিনের প্রথম সেশনে বাংলাদেশ কোনো সাফল্যের মুখ দেখেনি। অথচ নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তিন অঙ্কের রান জড় করে ফেলেছে। ৩৩ ওভারে বিনা উইকেটে ১২১ রান করেছে।

টম লাথাম যেন প্রথম টেস্টে হারের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে একের পর এক বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন। এরই মধ্যে ১০৩ রান করেছেন ৮০ বলে। ১৫টি বাউন্ডারি মেরেছেন সে তুলনায় বেশ ধীর গতিতে শান্তভাবে বাংলাদেশের বোলারদের মোকাবিলা করেছেন ইয়াং। ৪১ রান করেছেন ৯৫ বলে।
নিউজিল্যান্ড রানের ফোয়ারা ছোটালেও বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছেন। কোনো বোলার লাঞ্চ পর্যন্ত কোনো অতিরিক্ত রান দেননি।