এবার ৫০ কোটি ডলারের বিনিময়ে ইসরায়েলের সাইবার সিকিউরিটি কোম্পানি ‘সিয়েম্প্লিফাই’-কে কিনে নিয়েছে গুগলের ক্লাউড বিভাগ।
স্টার্টআপ কোম্পানি সিয়েম্প্লিফাই গ্রাহকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি অটোমেশন এবং যারা সাইবার অপরাধের শিকার হয় তাদের দ্রুত সাড়া দেয়।
গুগল ক্লাউডের সঙ্গে চুক্তি হওয়ার পর থেকেই সিয়েম্প্লিফাই নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়ছিল। বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করছিল প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ পর্যন্ত এর মালিকানা কিনে নিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল।
অ্যালফাবেট ইনকর্পোরেটেড এর মালিকানাধীন গুগল জানিয়েছে, তাদের নিজস্ব ক্লাউড সেবার সঙ্গে সিয়েম্প্লিফাই এর প্ল্যাটফর্ম সমন্বয় করা হবে। যে সক্ষমতা অর্জনের জন্য গুগল এই বিনিয়োগ করেছে, তার মূল ভিত্তি হিসেবে কাজ করবে ইসরায়েলের প্রতিষ্ঠানটি।
সাইবার আক্রমণ এবং ডেটা নিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল গুগল। প্রতিশ্রুতির অংশ হিসেবে সাইবার নিরাপত্তায় পাঁচ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা গুগলের। তারই ধারাবাহিকতায় ইসরায়েলি প্রতিষ্ঠানটি কিনে নিল গুগল।
সূত্র: রয়টার্স