logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২২ ১৯:০৯
রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন
কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন

রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ভোরের আকাশ।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড় ৫টার দিকে উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে আগুন লাগে, যা অল্প সময়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, ‘ওই ক্যাম্পের কয়েকটি বসতিতে এখনও আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন-বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।

এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।

 

/আই/এআই/