logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২২ ১৯:২১
প্রার্থী না হলে আইভী আমাকে ভোট দিত : তৈমূর
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রার্থী না হলে আইভী আমাকে ভোট দিত : তৈমূর

মিশনপাড়া এলাকায় গণসংযোগ করছেন তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীকে বলেছেন, ‘আইভী যদি প্রার্থী না হতো তাহলে আমাকে ভোট দিত।’

তৈমূল বলেন, ‘আইভী যদি আজকে প্রার্থী না হতেন, তিনিই আমার নির্বাচনী পরিচালনার দায়িত্বে থাকতেন। তিনি আমাকে ভোট দিতেন। এ কথাটি সত্য না মিথ্যা নারায়ণগঞ্জের জনসাধারণকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞাসা করবেন।’

রোববার (৯ জানুয়ারি) সকালে নগরীর ১২নং ওয়ার্ড মিশনপাড়া এলাকায় গণসংযোগ চালানোর সময় তিনি এ মন্তব্য করেন। স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ দলের এমপিকে গডফাদার বলছে। অতএব বিষয়টি তাদের দলীয় ব্যাপর। যেখানে আমাকে জড়িত করা হয়েছে সেখানে আমার বক্তব্য স্পষ্ট।’

তৈমূর বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভী শুধু সরকারি দলকেই বিতর্কিত করেন নাই, তিনি আমার নেত্রী সম্পর্কেও অনেক খারাপ কথা বলেছেন। তিনি বলেছেন, দুই নেত্রী বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিক সম্মেলন করে তারিখ বাই তারিখ বলব। বাংলাদেশেতো দুইজনই নেত্রী আছে। দু’জনই প্রধানমন্ত্রী তার মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রী। এ দুজন সম্পর্কে তিনি যখন ছাড় দেন নাই, তিনি আমাকে বা অন্য কাউকে ছাড় দিবেন এটা আমার কাছে মনে হয় না।’