logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২২ ১৯:২৬
মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডি তদন্তের নির্দেশ
আদালত প্রতিবেদক

মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডি তদন্তের নির্দেশ

মুরাদ হাসান। ফাইল ছবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

রোববার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এ আদেশ দেন।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন-জিআরও) কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন ভোরের আকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জিডিটি তদন্তের অনুমতির জন্য গতকাল শনিবার আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজিব হাসান। গতকালই নিবন্ধন শাখায় জমা হয়।

গত ৬ জানুয়ারী জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান। 

ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ বাসা থেকে বেরিয়ে যান। সেদিন বিকেলেই স্বামীর বিরুদ্ধে জিডি করেন জাহানারা এহসান।