logo
আপডেট : ১০ জানুয়ারি, ২০২২ ০৬:৪৫
আজ কোথাও কোথাও নামবে ইলশেগুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক

আজ কোথাও কোথাও নামবে ইলশেগুঁড়ি বৃষ্টি

মেঘলা আকাশ। (ছবি: ইন্টারনেট থেকে)

শীত মৌসুমে কাঙ্ক্ষিত শীতের দেখা এবার সারাদেশেই দেখা যায়নি। উত্তরবঙ্গে কয়েকদিন তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে এলেও পরবর্তী সময়ে তা বেড়ে গেছে। এরইমধ্যে  উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বাংলাদেশের কাছাকাছি এলাকায় অবস্থান করায় দেশে শুরু হতে পারে সামান্য বৃষ্টিপাত। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার (১০ জানুয়ারি) থেকে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন স্থানে ইলশেগুঁড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৪৩ মিনিটে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে দেশের কোথাও কোথাও হতে পারে গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টিপাত। আজ দেশের অর্ধেক এলাকার আকাশ খানিকটা মেঘলা থাকবে।  মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার তেঁতুলিয়ায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। সেখানে তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ২৯ মিনিটে।