logo
আপডেট : ১১ জানুয়ারি, ২০২২ ১৩:৪২
ছুরি মেরে বেতনের টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা
নিজস্ব প্রতিবেদক

ছুরি মেরে বেতনের টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা

গুগল থেকে নেওয়া রাজধানীর গুলশান এলাকার মানচিত্র।

রাজধানীর গুলশান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামে (১৯) এক কিশোর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সহকর্মীরা জানান, রবিউল গুলশান এক নম্বরে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাতে বেতনের ১০ হাজার টাকা নিয়ে হেঁটে উত্তর বাড্ডার বাসায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী তাকে আটকায়। তারা বেতনের টাকাটা নিতে গেলে রবিউল বাধা দেন। পরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

রবিউলকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে ছেড়ে দেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলশান-১ নম্বর থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক কিশোর হাসপাতালে এসেছিল। তার বাঁম হাত ও পা জখম হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।