logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২২ ২০:৫৯
ইটভাটায় অভিযান, সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি

ইটভাটায় অভিযান, সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে লাউয়াগ্রামের লিটন ইটভাটাকে ৫ লাখ টাকা, চানতারা এমপিবি ভাটাকে ২ লাখ টাকা, নাইম ভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, আশা ভাটাকে ৩ লাখ টাকা, আন্দিপুরের কেআরবি ভাটাকে ৩ লাখ টাকা ও সচল ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি লিটন, এমপিবি ও কেআরবি ভাটার কিছু ইট ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল জানান, ঘাটাইল উপজেলায় ৫৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে আটটির লাইসেন্স আছে। বাকিদের নেই। তাই পর্যায়ক্রমে ওই সব ভাটায় অভিযান পরিচালনা করা হবে।