logo
আপডেট : ২২ জানুয়ারি, ২০২২ ১৫:৫৪
বিশ্বে করোনায় আক্রান্ত ৩৪ কোটির বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিজস্ব প্রতিবেদক

বিশ্বে করোনায় আক্রান্ত ৩৪ কোটির বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৫৫ লাখ ৭০ হাজার লোক মারা গেছেন। আর সংক্রমিত হয়েছেন ৩৪ কোটি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ২১ জানুয়ারি রাত পর্যন্ত সারা বিশ্বে ৩৪ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৯৬২ জনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে ৫৫ লাখ ৭০ হাজার ১৬৩ জন। সারাবিশ্বে শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৭২ হাজার ২২৭ জন। আর মারা গেছেন ৯ হাজার ১৮৪ জন।

মহামারি শুরুর পর একদিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এদিন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৯ লাখ ৩৩ হাজার ৩১৯ জন। দেশগুলোর আনুষ্ঠানিক প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়।

সবচেয়ে বেশি আক্রান্ত রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রে (৬ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৮৬১ জন), এরপরে রয়েছে ভারত (৩ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন), ব্রাজিলে (২ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৭৪৮ জন), যুক্তরাজ্য (১ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৮৭ জন) এবং ফ্রান্সে (১ কোটি ৫২ লাখ ১ হাজার ৮৪জন)। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে (৮ লাখ ৫২ হাজার ৩৩৪ জন), এরপর ব্রাজিলে (৬ লাখ ২১ হাজার ৮৫৫ জন), ভারতে (৪ লাখ ৮৮ হাজার ৩৯৬ জন), রাশিয়া (৩ লাখ ২৪ হাজার ৭৫২ জন) এবং মেস্কিকোতে (৩ লাখ ২ হাজার ১১২ জন)।

বাংলাদেশেও খুব দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হন ১০ হাজার ৮৮৮ জন। এদিন মৃত্যু হয় ৪ জনের।

বাংলাদেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আর ১ কোটি ২০ লাখ ৭ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। চিকিৎসকদের ধারণা, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এই সংখ্যার চেয়েও অনেক বেশি। যদিও অনেকেই নমুনা পরীক্ষা করাননি।