logo
আপডেট : ২২ জানুয়ারি, ২০২২ ২০:৩৮
এবার আমরণ গণঅনশনে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক

এবার আমরণ গণঅনশনে শিক্ষার্থীরা

গণঅনশনে শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এবার আমরণ গণঅনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জরুরি প্রেস ব্রিফিং করে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ‘গত বুধবার থেকে ২৪ জন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন। পরে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ঢাকায় আমন্ত্রণ জানান। আমাদের অনশনরত সহপাঠীরা এখন প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে। তারা ৪ দিনে পানিও মুখে নেয়নি। তাই আমরা ঢাকা যেতে উনাকে (শিক্ষামন্ত্রী) বিনয়ের সঙ্গে না বলি। তাকে ক্যাম্পাসে আসার অনুরোধ করি কিংবা অনলাইনে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করি। কিন্তু এখনও তা হয়নি। তাই আমরা উপাচার্যের বাসভবনের সামনে রাত ৮টা থেকে গণঅনশন শুরু করেছি। অনশনের শর্ত পূরণ করে যে কেউ এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।'

শিক্ষার্থীরা আরও বলেন, ‘উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তাকে পদত্যাগ করতেই হবে।’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।