চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন- হানিফ (৩০) ও জয়দেব শাহ (৩২)।
রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার রানিহাটী বাজারে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার রানীহাটি বাজারের সামনে ট্রাক ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। আইনানুগ ব্যবস্থা শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।