logo
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২২ ১১:০৬
সিপিবির দুদিনের জেলা সম্মেলন উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি

সিপিবির দুদিনের জেলা সম্মেলন উদ্বোধন

‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’- এ স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দুদিনব্যাপী একাদশ জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় সংগীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।

করোনা মহামারির কারণে সীমিত পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধন, গণসংগীত, সম্মাননা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সিপিবির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ করা হয়।

সিপিবি জেলা কমিটির একাদশ সম্মেলন উপলক্ষে পাঁচজনকে ভেটারেন কমরেড সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেন- কমরেড আব্দুল মালিক, কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড আব্দুল খালিক জিলা, কমরেড ধনঞ্জয় ও কমরেড নাজির মিয়া। ২৪ জানুয়ারি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে পরবর্তী চার বছরের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হবে।