logo
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২২ ১১:৪৬
মৌলভীবাজারে করোনা বাড়ছে
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে করোনা বাড়ছে

গত এক সপ্তাহের পরিসংখ্যানে প্রতিদিনই শনাক্তের হার বেড়েছে।

পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে এখন প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার ৪৪.৯ শতাংশে পৌঁছেছে। তবে চলমান এমন পরিস্থিতিতেও জেলাজুড়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হচ্ছে না কঠোর কোনো পদক্ষেপ। গত এক সপ্তাহের পরিসংখ্যানে প্রতিদিনই শনাক্তের হার বেড়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৪.৯ শতাংশ। তবে এ সময়ে করোনায় মারা যাননি কেউ। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন সদর এলাকার ও ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া ঘরে ঘরে মানুষের জ্বর, সর্দি ও কাশি রয়েছে। আছে গলাব্যথা, মাথাব্যথাসহ নানা শারীরিক সমস্যা। এ ধরনের রোগীদের করোনা টেস্ট করালেই পজিটিভ আসছে। কিন্তু অনীহার কারণে অধিকাংশ মানুষ টেস্ট করাতে যাচ্ছেন না। এতে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।