logo
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২২ ১২:৩৭
সিরাজগঞ্জ
ষষ্ঠ দিনের মতো আদালত বর্জন আইনজীবী সমিতির সদস্যদের
সিরাজগঞ্জ প্রতিনিধি

ষষ্ঠ দিনের মতো আদালত বর্জন আইনজীবী সমিতির সদস্যদের

৬ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এতে বিড়ম্বনায় পড়েছেন বিচারপ্রার্থীরা।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি, আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩-এর স্টেনোগ্রাফারকে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে আদালত বর্জন শুরু করেন আইনজীবীরা।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সঙ্গে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করেন উভয়পক্ষ।

এ ঘটনায় আইনজীবীদের দাবির প্রতি সম্মান না জানিয়ে অভিযুক্ত স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে বহাল রাখা ও আদালতের কর্মচারীদের এজলাসে তালা দেওয়ার ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আইনজীবীরা।