logo
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২২ ১৭:২৬
মাস্ক পরা নিশ্চিত না করলে লাভ হবে না: ডা. সহিদুল্লা
নিজস্ব প্রতিবেদক

মাস্ক পরা নিশ্চিত না করলে লাভ হবে না: ডা. সহিদুল্লা

মাস্ক পরা নিশ্চিত না করতে পারলে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা।

তিনি বলেন, সাউথ আফ্রিকাতে তারা শুধু মাস্ক পরা নিশ্চিত করে সংক্রমণ অনেক নিয়ন্ত্রণ করে ফেলেছে। ওখানে তারা এবার আর লকডাউন দেয়নি। যতক্ষণ সবাইকে মাস্ক না পরাবেন ততক্ষণ অন্য সবকিছু করলেও লাভ হবে না। সংক্রমণ রোধ হবে না।

মঙ্গলবার মুঠোফোনে তিনি জানান, ‘আমরা কয়েকদফায় বলেছি, শুধু নির্দেশনা দিলে তো হবে না। এটার বাস্তব প্রয়োগ করতে হবে। গণপরিবহনে সীমিত যাত্রী, বলা হচ্ছে সবাই মাস্ক পরবে, অফিস আদালতে অর্ধেক জনবল- এই বিষয়গুলো ভালো। কিন্তু বাণিজ্য মেলা খুলে রাখা উচিত না।’

নির্দেশনার বাস্তব প্রয়োগ না হলে ফল ভালো হবে না জানিয়ে এই বিশেষজ্ঞ জানান, ‘যে কারণে এই বিষয়গুলো আমরা বারবার বলেছি, যা যা নির্দেশনা দিয়েছেন, খারাপ না। কিন্তু এটাকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

‘কিন্ত কিছু কিছু সময়ে একটু একটু করে টাফ হচ্ছে। যেমন আজকে রাস্তা ঘাটে উপস্থিতি একটু কম মনে হলো আমার কাছে। কিন্তু যেটা দরকার একদম প্রত্যেকে মাস্ক পরছে এবং মাস্ক না পরলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এটি সবচেয়ে বড় প্রয়োজন আমি মনে করি।’

এখনো লকডাউনের পরিস্থিতি হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে লকডাউন দিয়ে খুব একটা লাভ হবে না। কারণ যেহেতু অমিক্রনের কমিউিনিটি স্প্রেড হয়ে গেছে।

‘লকডাউন হচ্ছে - যখন আমরা দেখি হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে পারছে না, তখন আমরা লকডাউন করি। লকডাউনে কিছুটা যে উপকার হবে না, তা নয়। কিন্তু তার বিনিময়ে জীবিকার ওপর যে আঘাত হবে সবার, ওটাও কম না। যার ফলে লকডাউনের আগে আমি যদি চেষ্টা করি যে কাজগুলো বেশি কার্যকর তার একটা হলো স্বাস্থ্যবিধি মানা।‘