বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। এদিন বিকাল চারটায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
প্রতিযোগিতায় মোট চারটি সার্ভিসেস, ২৯টি জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার মোট ৩৩টি দল অংশ নিচ্ছে। মোট প্রতিযোগীর সংখ্যা ৪০৪।
৩০ জানুয়ারি প্রতিযোগিতা শেষ হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
প্রতিযোগিতায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।