মাঘের মাঝামাঝি হঠাৎ রাজধানীতে নেমেছে বৃষ্টি। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানী ও আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়। কখনও গুঁড়ি গুঁড়ি কখনও জোরে নামা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন পথচারীরা। বিশেষ করে অফিস ফেরত কর্মী, ফুটপাথের হকার, রিকশাচালকসহ সাধারণ পথচারীরা পড়েন দুর্ভোগে। সবাইকে ছোটাছুটি করে আশেপাশের ভবনের নিচে আশ্রয় নিতে দেখা যায়। বৃষ্টির কারণে বিকেলেই যেন নেমে আসে সন্ধ্যা।
এদিকে, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া ও যশোরে সামান্য বৃষ্টি হয়।
রাজধানীর পল্টন, গুলিস্তান, মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টি একটু থেমে গেলেই অফিস ফেরত যাত্রীরা বাসে ওঠার জন্য ছুটোছুটি করছেন। বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পলিথিন সঙ্গে না থাকায় অনেক রিকশাচালককে রিকশার ভেতরেই জবুথবু হয়ে বসে থাকতে দেখা গেছে। এই সুযোগে সিএনজি অটোরিকশাচালকরা বাড়তি দাম হাঁকছেন।
এদিকে বৃষ্টির কারণে কমতে শুরু করেছে তাপমাত্রা। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও দুপুরে রোদের তাপ বাড়তে থাকে। তবে বিকেলের বৃষ্টির পর আবহাওয়া শীতল হতে শুরু করেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গাতেও হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অবশ্য, দেশে এবারের শীত মাঘ মাসেও তেমন জেঁকে বসেনি এখনও। উত্তর জনপদে এখন শীত অবশ্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তবে ৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। শৈত্যপ্রবাহ এখনও দেখা যায়নি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহী ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, , আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।