আনুশকা শর্মার শেষ ছবি ছিল জিরো। এরপর নিজের সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন। এই সময়ে তিনি নিজেকে এক প্রকার গুটিয়েই রেখেছিলেন বড় পর্দা থেকে। কিন্তু থেমে ছিল না তার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’। যেটি তার ভাই কর্নেশ শর্মাকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ২০১৩ সালে।
এবার নতুন খবর হচ্ছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজনের সঙ্গে অন্তত আটটি প্রকল্পে কাজ করছে আনুশকা শর্মার প্রযোজনা প্রতিষ্ঠান। এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মা।
নেটফ্লিক্সের মুখপাত্রও নিশ্চিত করেছেন, দ্রুতই এই প্রজেক্টের তিনটি কাজ তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে। তবে এ প্রসঙ্গে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামাজন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মাসে প্রায় আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তি সেরেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যে চুক্তির বিস্তারিত আপাতত গোপন রাখা হয়েছে।
এই প্রজেক্টের একটি কাজ হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা শর্মা অভিনীত ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা, যেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছে।