logo
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২২ ১৮:২৮
অস্ট্রেলিয়ান ওপেন
অ্যাশলেই বার্টি ফাইনালে
ক্রীড়া ডেস্ক

অ্যাশলেই বার্টি ফাইনালে

অ্যাশলেই বার্টির সাফল্য অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনে। এরই মধ্যে পৌঁছেছেন ফাইনালে। গত ৪২ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে তিনি এ কৃতিত্ব দেখালেন। গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালে সরাসরি সেটে মেডিসন কিসকে হারিয়েছেন তিনি। ২৫ বছর বয়সী বার্টি ম্যাচ জিতেছেন ৬-১ ও ৬-৩ গেমে। শনিবার নারীদের এককের শিরোপা লড়াইয়ে কোর্টে নামবেন বার্টি। উইম্বল্ডন চ্যাম্পিয়ন বার্টির বিপক্ষে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি অবাছাই মার্কিন খেলোয়াড় কিস। তবে দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি।

বার্টির এ জয় রড লেভার অ্যারেনায় উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে দিয়েছে। কেননা রড লেভারের দর্শকেরা সাধারণা অন্য দেশের খেলোয়াড়দের জয়োৎসব দেখতে অভ্যস্ত। কেননা ১৯৭৮ সালের পর কোনো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেনি। সর্বশেষ তারা স্বদেশি খেলোয়াড়ের সাফল্যে উৎসব করার সুযোগ পেয়েছিল ১৯৭৮ সালে। সে সময় ক্রিস্টিন ও নীল শিরোপা জিতেছিলেন। ২০২০ সালে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলেন। কিন্তু গত বছর এ পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১৯ সালেও কোয়ার্টার ফাইনালে শেষ হয় তার মিশন। এবার আগের সব সাফল্যকে ছাড়িয়ে গেছেন। পা রেখেছেন ফাইনালে। তাছাড়া এবার বার্টি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ বছর এককের খেলায় এখনো তিনি অপরাজিত। সেমিফাইনালে পৌঁছানোর পথে শীর্ষ বিশের তিন খেলোয়াড়কে হারান তিনি। শুধু তা-ই নয়, এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো সেট হারেননি। মাত্র ২১ গেম হেরেছেন।