logo
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২২ ২১:১১
অসংক্রামক রোগের জন্য আমরাই দায়ী: মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক

অসংক্রামক রোগের জন্য আমরাই দায়ী: মেয়র আতিক

প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী পর্বে বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি- ভোরের আকাশ

অসংক্রামক রোগের জন্য আমরা নিজেরাই দায়ী বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার ২৭ জানুয়ারি প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী পর্বে জুমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে তিন দিনের এ সম্মেলন শুরু হয়েছে গতকাল বুধবার ২৬ জানুয়ারি। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে এ সম্মেলনের আয়োজন করেছে।

মেয়র আতিক বলেন, ‘অসংক্রামক রোগের জন্য আমরাই দায়ী। আমরা নিজেরাই খেলার মাঠ দখল করে রেখেছি। আমরা খাল দখল করে রেখেছি। সুতারাং সেই পরিবেশটা আমরা দিতে পারছি না।’

এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে অসংক্রামক রোগ সম্পর্কে জানাতে ক্যাম্পেইন করার তাগিদ দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যারা মিরপুরে থাকি সেখানে পানি নিস্কাশনের জন্য ১৭৩ একর জমি আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এর মধ্যে মাত্র তিন একর জমি আছে। বাকি ১৭০ একর জমি দখল হয়ে গেছে।

‘তাই একটু বৃষ্টি হলেই পানি চলে আসছে। সুতরাং কিছু কিছু রোগের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের বাইরের খাবার না খেয়ে ঘরের খাবার খেতে হবে। ভেজাল মুক্ত খাবার খেতে হবে।’

সম্মেলনের দ্বিতীয় দিনের এই সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ আজিজ, ইউএইচএস ভিসি অধ্যাপক ডা. ফরিদুল আলম, ইরাকের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আলা আলওয়ান, ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী প্রমুখ।