logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২২ ১৯:৫৪
৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে জাহিন টেক্সটাইলের আগুন
নিজস্ব প্রতিবেদক

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে জাহিন টেক্সটাইলের আগুন

জাহিন পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জাহিন টেক্সটাইল নামের পোশাক কারখানয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সদস্যরা ৫ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম।

তিনি বলেন, ওই কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কাজ করায় এর প্রভাব পড়ে মহাসড়কে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কের কাঁচপুর-সোনারগাঁর মোগরাপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় স্থবির হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪-১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটি ছিল, তাই কারখানা বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলে। পরে কারখানার ৫নং ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ ওপরের আগুন দেখে শ্রমিকরা বাইরে বের হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, চারটি দোতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হয়।’

এদিকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ জুমা কুশুরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে হঠাৎ করেই আগুন লাগলে মুহূর্তেই তা আরো ১০টি ঘরে ছড়িয়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা (এসও) সোহেল রানা বলেন, দুপুর দেড়টায় স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পাই। প্রায় ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।