logo
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২২ ১৭:২৪
প্রযুক্তির প্রতি কৃতজ্ঞ ব্রাজিল গোলরক্ষক
ক্রীড়া ডেস্ক

প্রযুক্তির প্রতি কৃতজ্ঞ ব্রাজিল গোলরক্ষক

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর নিয়ে বিতর্ক কম নেই। তবে ভিএআর প্রতি দারুণভাবে কৃতজ্ঞ ব্রাজিলের জাতীয় দলের গোলরক্ষক অ্যালিসন। ভিএআর এর কল্যাণে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে দুই দুইবার বহিষ্কারের হওয়া থেকে রেহাই পেয়েছেন।

বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মারাত্মক ফাউলের কারণে রেফারি অ্যালিসনকে দুইবার লাল কার্ড দেখান। কিন্তু ভিএআর দেখে রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এমন ঘটনায় রোমার সাবেক এ গোলরক্ষক প্রযুক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ম্যাচ শেষে অ্যালিসন বলেন, ‘আমার মনে হয় প্রথমবারের মতো এটা ঘটেছে। যাহোক প্রযুক্তির প্রতি আমি কৃতজ্ঞ। যদি প্রযুক্তির ব্যবস্থা না থাকতো তাহলে আমরা নিয়ম বহির্ভূতভাবে শাস্তির মুখে পড়তাম। আমার সতীর্থরা ম্যাচে আমাকে অনেক সহায়তা করেছেন। তারা রেফারির কাছে আমার সম্পর্কে জোরালোভাবে প্রতিবাদ করেছেন। এ ঘটনা আমার মাঠে ভিএআর এর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।’

ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। পয়েন্ট ভাগাভাগি করলেও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।