logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২২ ১৯:১১
অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার
ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার

স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। হঠাৎ সেখানে হেলিকপ্টার অবতরণ। ধুলায় একাকার চারপাশ। দ্রুত নিরাপদে সরে গেলেন ক্রিকেটাররা। হুট করে এমন কাণ্ডে হতবাক অনেকে। এমন ঘটনাই ঘটেছে গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। দুপুর ১টার দিকে স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটাররা। মিডিয়া প্রান্তের কাছে পাশাপাশি দুই নেটে ব্যাটিং করছিলেন মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল। আর মাঠের মাঝামাঝিতে ক্যাচ প্র্যাকটিস করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজারা।

হঠাৎ করেই বিকট শব্দে ধুলা উড়িয়ে চারপাশ অন্ধকার করে মিডিয়া গেটের ওপর দিয়েই উড়ে আসে হেলিকপ্টারটি। খেলোয়াড়রা প্রথমে বুঝতে পারেননি, কী হচ্ছে আসলে! তবে জরুরি অবস্থা বুঝতে পেরে খেলোয়াড়দের নিয়ে এক পাশে সরে আসেন মাশরাফি। দূর থেকেই ঘটনা দেখতে থাকেন তামিম-শাহজাদরা। খানিক পরই পরিষ্কার হয় পুরো ঘটনা। মিডিয়া গেট দিয়ে মাঠে প্রবেশ করে একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টার। পরে খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই রোগী। কয়েকদিন স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়। এখন অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। এ বিষয়ে মাঠে উপস্থিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমাদের সঙ্গে তারা আগেই যোগাযোগ করেছিল। আমরা অনুশীলনে জায়গা থেকে খানিক দূরে হেলিকপ্টার অবতরণের জায়গা ঠিক করেছিলাম। তারা সেটি বুঝতে না পেরে অনুশীলনের মাঝেই অবতরণ করে।’