logo
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২২ ১৫:০৮
মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন পরীমনির
নিজস্ব প্রতিবেদক

মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন পরীমনির

পরীমনির ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি।

মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। আবেদনে এ মামলায় নিম্ন আদালতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়েছে। পরীমনির আইনজীবী অ্যাডভোকেট জেডআই খান পান্না গতকাল রোববার এ আবেদনের তথ্য সাংবাদিকদের জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হলো।

গত বছর ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এসময় পরীমনির বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের তথ্য জানায় র‌্যাব।

পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার ২ সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। এ মামলায় তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। রিমান্ড শেষে গতবছর ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়।

গত বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অপর দুই আসামি হলেন-পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও খালু কবীর হোসেন জমাদ্দার।

গত বছর ২৬ আগস্ট হাইকোর্ট পরীমনির জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দেন। পহেলা সেপ্টেম্বর রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়।

এ রুল বিচারাধীন থাকাবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত গতবছর ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করে আদেশ দেয়।

এরপর পহেলা সেপ্টেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পরীমনি।