logo
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২২ ১৮:৫৮
অবসরে বেন কুপার
ক্রীড়া ডেস্ক

অবসরে বেন কুপার

বয়স যে খুব বেশি হয়েছে, তা নয়; মাত্র ২৯। আর এ বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নেদারল্যান্ডসের ব্যাটার বেন কুপার। অবসরের কথা টুইটারের মাধ্যমে জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। গত আট বছর আমি নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছি। এটা ছিল আমার জন্য দারুণ এক সম্মানের বিষয়।’

বেন কুপার নিউ সাউথ ওয়েলসে জন্ম নেন। ২০১৩ সালের আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় কুপারের। কানাডার বিপক্ষে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। জাতীয় দলের হয়ে গত আট বছরে কুপার ৭১টি ম্যাচ খেলেছেন। এ সময়ে তিনি ১৪২৬ রান করেছেন। টি-টোয়েন্টিতে তিনি ১২৩৯ রান করেছেন। নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তার। শেষ হওয়া টি-টোয়েন্টিতে কুপার তার শেষ ম্যাচ খেলেছেন। তবে নেদারল্যান্ডস এ টুর্নামেন্টে সুপার টুয়েলভে উঠতে ব্যর্থ হয়। কুপারের অবসরের মাধ্যমে নেদারল্যান্ডস জাতীয় দলের দ্বিতীয় সদস্য হারাল। তার আগে রায়ান টেনডোশেট ক্যারিয়ারের ইতি টানেন। তিনি বর্তমানে কোচিং পেশায় রয়েছেন।