অসাধারণ এক কীর্তি গড়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে তো ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছে। ডাবল হ্যাটট্রিক করেছেন। ম্যাচ সেরা হয়েছেন তিনি। সিরিজ সেরাও তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কীর্তি এখানে শেষ নয়। আরো আরো কীর্তি রয়েছে। সিরিজে দলীয় সর্বোচ্চ সংগ্রহও তাদের। সবচেয়ে বেশি রান করা তিন ব্যাটারের দুইজন তাদের। একমাত্র সেঞ্চুরিও এসেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যাট থেকে। সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় সেরা চারজনের তিনজনই তাদের। তাইতো টি-২০ ক্রিকেটে নিজেদের দল নিয়ে যথেষ্ট আশাবাদী হোল্ডার। তার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায়নি। সতীর্থদের সে কথাই বলেছেন সিরিজ সেরা হোল্ডার। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থদের তিনি বলেছেন, কোনো কিছুই অসম্ভব নয়।
হোল্ডার ড্রেসিংরুমে এসব বলে সতীর্থদের উজ্জ্বীবিত করতে চাইছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সাফল্যকে পুঁজি করে ভারত সফরের আগে সতীর্থদের মাঝে জয়ের আকাঙ্খা ছড়িয়ে দিতে চাইছেন। ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। আগামী ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে টি-২০তে ঝাঁপাবে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় ১৬ ফেব্রুয়ারি শুরু হতে তিন ম্যাচের এ সিরিজ।
সতীর্থদের উদ্দেশে হোল্ডার বলেছেন, ‘আমরা এখন শতভাগ সঠিক পথে নেই। তবে আমরা নিজেদের ভালোভাবে গড়ে তুলছি।’ হোল্ডার আরো বলেন, ‘অনেক দিন পর আমরা একটা ভালো আলোচনা করেছি। এ আলোচনা থেকে আমি দারুণভাবে উজ্জ্বীবিত হয়েছি। এমন কিছু সেখানে ঘটেছে যা আগে কখনো আমি ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে দেখিনি। কোনো সিদ্ধান্ত যদি কারো পছন্দ নাও হয় তাহলে সবাই সিদ্ধান্ত মেনে নিচ্ছে।’
ভারত সফরের আগে আমরা মাত্র কয়েকটা দিন সময় পাচ্ছি। তারপর আমরা ভারত সফরে যাব। সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা বিশ্বাস করতে শুরু করেছি কোনো কিছুই অসম্ভব নয়। আশা করছি আরো একটা সাফল্য আমরা পাব। সে সঙ্গে দল হিসেবে আমরা গড়ে উঠব।
হোল্ডার আরো বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর আমরা মুষড়ে পড়েছিলাম। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আশা করছি ভারত সফরে আমরা ভালো করবো।
ইংল্যান্ডের বিপক্ষে। বল হাতে হোল্ডার দারুণ সাফল্য দেখিয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট পেয়েছেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজে কোনো এক বোলারের এটা সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি। শেষ ম্যাচে শিকার করেন ৫ উইকেট। টি-২০ সিরিজে চতুর্থ বোলার হিসেবে তিনি ডাবল হ্যাটট্রিক করেন।