logo
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:২৮
ইউনিসেফের অষ্টম নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল
কূটনৈতিক প্রতিবেদক

ইউনিসেফের অষ্টম নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল

ইউনিসেফ এর নির্বাহী পরিচালক ক্যাথরিনা এম রাসেল

ইউনিসেফের অষ্টম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যাথরিন এম রাসেল। তিনি হেনরিয়েটা এইচ ফোরের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইউনিসেফ এ তথ্য জানিয়ে বলেছে, ইউনিসেফের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে ক্যাথরিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহকারী এবং হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।

ইউনিসেফ আরো জানায়, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যাথরিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গ্লোবাল উইমেনস ইস্যু পরিপালনের জন্য অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে থাকার সময় তিনি মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন ক্ষেত্রে নারীর বিষয়গুলোকে সম্পৃক্ত করেন।

ক্যাথরিন এম রাসেল ৪৫টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এবং বিদেশি সরকার, বহুপাক্ষিক সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে কাজ করেন। তিনি যুগান্তকারী ‘কিশোরী মেয়েদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশল’ এর মূল কারিগর।

এর আগে মিস রাসেল প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপ-সহকারী, সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির আন্তর্জাতিক নারী বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, বিচার বিভাগের সহযোগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সিনেটের জুডিশিয়ারি কমিটিতে স্টাফ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ সালে সরকারি দায়িত্বে ফিরে যাওয়ার আগে তিনি হার্ভার্ড কেনেডি স্কুলে ইনস্টিটিউট অব পলিটিক্স-এ ফেলো হিসেবে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি উইমেন ফরেন পলিসি গ্রুপের বোর্ডের কো-চেয়ার, উইমেন ফর উইমেন ইন্টারন্যাশনালের বোর্ড সদস্য, সিসিম স্ট্রিট উপদেষ্টা বোর্ডের সদস্য, কেআইভিএ উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং থমসন রয়টার্স ফাউন্ডেশনের ট্রাস্ট উইমেন উদ্যোগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বোস্টন কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ল’ স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন রাসেল।