রাজশাহীর বাঘায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর ১৫ আসামিকে খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পান্না, আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, ‘এ মামলার আসামি ২৫ জন। তাদের মধ্যে চারজন শিশু। সম্পূরক অভিযোগপত্র দিয়ে ওই চারজনকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়, যা বিচারাধীন। বাকি ২১ জনের বিচার হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যাদের মধ্যে ছয়জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছেন আদালত।’
বিচারক অনুপ কুমার রায় বলেন, ‘ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকেলে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুলকে কুপিয়ে হত্যা কওে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাজমুলের বাবা আজিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে চারজনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।’