logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৪১
হারে শুরু চ্যাম্পিয়ন বসুন্ধরার
ক্রীড়া প্রতিবেদক

হারে শুরু চ্যাম্পিয়ন বসুন্ধরার

লিগের বর্তমান চ্যাম্পিয়ন। ধারে-ভারে অনেক এগিয়ে। সেই বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। গোল উৎসব করে লিগের শুরুটা রাঙাবে বসুন্ধরা এমনটিই ছিল সবার প্রত্যাশা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুরুতে অঘটন ঘটিয়ে দেবে স্বাধীনতা ক্রীড়া সংঘ, তা ভাবেনি কেউ। কিন্তু হয়েছে তাই। বসুন্ধরা কিংসকে হারিয়ে লিগ শুরু করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে গতকাল ২০২১-২২ মৌসুমের লিগের উদ্বোধনী দিনে কিংসকে ২-১ গোলে হারায় তারা। নেদো তুর্কোভিচ ও রাসেল আহমেদ স্বাধীনতাকে গোল এনে দেওয়ার পর ব্যবধান কমান কিংসের বদলি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

লিগে ছয় ম্যাচ পর প্রথম হারের তেতো স্বাদ পেল অস্কার ব্রুসনের দল। সর্বশেষ গত লিগে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হারে তারা। রেফারি আলমগীরের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে স্বাধীনতা ক্রীড়া সংঘের উল্লাস ছিল দেখার মতো। অন্যদিকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরেন। পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই পুলিশ মাঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রথম গোলটি নিয়ে বসুন্ধরার আপত্তি। নিজেদের বক্সের মধ্যে বসুন্ধরার এক ডিফেন্ডারের হাতে লাগে বল। রেফারি আলমগীর পেনাল্টির বাঁশি বাজান। কিংসের ফুটবলাররা বক্সের মধ্যে প্রতিবাদ জানান। রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন। বসনিয়ান ফুটবলার নেডো পেনাল্টি থেকে গোলে লিড নেয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। সেই গোল নিয়েই যত ক্ষোভ বসুন্ধরার ফুটবলারদের।