logo
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:২০
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআর পাঠানোর সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআর পাঠানোর সময় বাড়ল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০২১ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মের মধ্যে ডোসিআর সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

এই সময়সীমা বাড়িয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে গতকাল বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে বার্ষিক ও আংশিক সব গোপনীয় অনুবেদন পৌঁছানোর সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো। বিষয়টি কেবল ২০২১ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে এসিআর ফরম পূরণ করে অনুবেদনকারী কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষকারী কর্মকর্তার কাছে পাঠাতে হয়। ৩১ মার্চের মধ্যে ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হয়।