logo
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
কাসিম আকরামের কীর্তি
ক্রীড়া ডেস্ক

কাসিম আকরামের কীর্তি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন কাসিম আকরাম। নেতৃত্ব যে খুব ভালো দিয়েছেন, তা নয়। দলকে সেমিফাইনালে তুলতে পারেননি। পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ হয়েছে পাকিস্তানের। তবে টুর্নামেন্টের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টের ৪৫ বছরের ইতিহাসে এর আগে কেউ একই ম্যাচে এ কীর্তি গড়তে পারেননি।

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারায় পাকিস্তান। ৩ উইকেটে পাকিস্তান ৩৬৫ রান করে। কাসিম ১৩৫ রানে অপরাজিত ছিলেন। বল হাতেও শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর তাণ্ডব করেন। তার অফ-স্পিনে শ্রীলঙ্কার ৫ ব্যাটার আউট হন। ৩৭ রানে নেন ৫ উইকেট। তার চমৎকার ব্যাটিং ও বোলিং এরই পিএসএলে খেলা দলগুলোর নজর কেড়েছে। শুধু তাই নয়, এরই মধ্যে পিএসএলে যোগ দিয়েছেন তিনি। শুরুতে তার দিকে হাত বাড়িয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু পরে করাচিং কিংসও তার ব্যাপারে আগ্রহী হয়। শেষ পর্যন্ত করাচি কিংস জয়ী হয়। এ দলটির নেতৃত্বে রয়েছে জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। বিশ^কাপে ৬ ম্যাচে কাসিম আকরাম ২০৩ রান করেন। গড় রান ৫০.৭৫। বল হাতে তার শিকার সংখ্যা ১০। একবার ইনিংস ৫ উইকেট পান।