আশঙ্কটা আগেই তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। গতকাল শুক্রবার ঢাকায় যেভাবে বৃষ্টি নেমেছিল, তাতে করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শঙ্কাকে বাস্তবে রূপ দিতে বিকেল ৩.৫০ মিনিটে আনুষ্ঠানিক ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এতে করে উভয় দলের সংগ্রহে ১ পয়েন্ট করে যোগ হয়। ম্যাচে অংশ নেওয়ার জন্য উভয় দলই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। ওয়ার্মআপও শুরু করেছিল। অপেক্ষায় ছিল টসের। তার একটু আগেই শুরু হয় বৃষ্টি। তারপর শুরু হয় অপেক্ষা। সে অপেক্ষার আর শেষ হয়নি। ম্যাচটি বাতিল হয়।
শুক্রবারের ম্যাচে আগে সিলেট তাদের ৫ ম্যাচে চারটিতে হেরেছিল। এক জয় নিয়ে তাদের সংগ্রহ ছিল ২ পয়েন্ট। এখন ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। অন্যদিকে বরিশাল ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে। বিপিএলে এখন আজ শনিবার ও রোববার খেলা নেই। দুদিন বিরতির পর বিপিএল যাবে সিলেটে। এ মৌসুমে প্রথমবারের মতো সিলেটে খেলা হবে। সিলেটে তিন দিন খেলা হওয়ার পর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে। তারপর ফাইনালের জন্য অপেক্ষা। আগামী ১৮ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।