অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। বোর্ডের সঙ্গে ল্যাঙ্গারের মতামতের মিল না হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ল্যাঙ্গার। জাতীয় দলের সাবেক এ তারকা খেলোয়াড়ের ব্যবস্থাপনা সংস্থা ডিএসইজি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিলেন ল্যাঙ্গার। সেখানে তাকে স্বল্প সময়ের জন্য বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। কিন্তু ল্যাঙ্গার স্বল্প সময়ের চুক্তি বাড়ানোর ব্যাপারে ল্যাঙ্গার সম্মত হননি। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিৃবতিতে জানিয়েছে, ‘জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের বিষয়টি ডিএসইজি আমাদের নিশ্চিত করেছে।’
ল্যাঙ্গারের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠকের পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানায়, ল্যাঙ্গারকে তার দায়িত্ব অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে তিনি এতে সম্মত হননি। বোর্ড তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে। এখন থেকেই এটি কার্যকর হবে। তাকে স্বল্প সময়ে জন্য চুক্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তিনি তা গ্রহণে সম্মত হননি।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিবৃতিতে আরও জানিয়েছেন, ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর ল্যাঙ্গার দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। জয় করেছে টি-২০ বিশ্বকাপ।’
ল্যাঙ্গারের পরিবর্তে এখন দলের দায়িত্ব পালন করভেন সিনিয়র সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এরই মধ্যে ম্যাকডোনাল্ড মূল দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নিয়েছেন। অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সময় ল্যাঙ্গার ছুটিতে ছিলেন। সে সময়েই ম্যাকডোনাল্ড মূল কোচের দায়িত্ব পালন করেন। ম্যাকডোনাল্ড এখন পাকিস্তান সফরে দায়িত্ব পালন করবেন। আগামী মাসেই অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে আসবে।