logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪০
মেজর সিনহা হত্যা মামলা
চট্টগ্রাম কারাগারে প্রদীপ-লিয়াকত
আহসান সুমন, কক্সবাজার

চট্টগ্রাম কারাগারে প্রদীপ-লিয়াকত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে প্রিজন ভ্যানে বিশেষ নিরাপত্তায় তাদের চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়।

কক্সবাজার জেল সুপার নেছার আলম বলেন, ‘প্রদীপ-লিয়াকতকে এখানে রাখতে আমাদের আইনি কোনো সমস্যা ছিল না। তারপরও বিভিন্ন দিক বিবেচনা করে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানোর নির্দেশ পেয়ে আমরা তা পালন করেছি। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে চট্টগ্রাম কারাগারে পৌঁছায় প্রদীপ ও লিয়াকতকে বহনকারী গাড়িটি।’

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রদীপ ও লিয়াকতকে কারাগারের ৩২নং সেলে রাখা হয়েছে।

২০২০ সালের ৩১ জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। বাকি সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়।