logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৭
বিএনপি না এলেও নির্বাচন হবে: কৃষিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি না এলেও নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিএনপি নানা আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলন করে, হুমকি দিয়ে সংবিধানের বিধান থেকে আমাদের সরাতে পারবে না। বিএনপি নির্বাচনকে ভয় পায়, আসতে চায় না। তারা আসুক আর না আসুক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি আশ্রয়ণ প্রকল্পে ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র, মাস্ক বিতরণ ও আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন নির্বাচন কমিশন গঠন করবে, যার উপর সবার আস্থা থাকবে। এ কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। নির্বাচনের সময় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসনসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারোই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে।’

কৃষিমন্ত্রী আরো বলেন, ‘এ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। কাজেই কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয়, সে দায়-দায়িত্ব তাদের। তবে আমি আশা করি, বিএনপির সুমতি ফিরে আসবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। এখন দেশে কোনো খাদ্য সংকট নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে গৃহহীন কোনো মানুষ যেন না থাকে, সে লক্ষ্যে সারাদেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।’

এমপি বলেন, ‘দেশের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অসহায় অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। ব্যাংকের বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেভাবেই দেওয়া হোক, এ ভাতা তোলার আগে বা পরে যাতে ঘুষ দিতে না হয়; সেটি নিশ্চিত করতে হবে। সেজন্য, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শক্ত হাতে আইনের প্রয়োগ করতে হবে।’

মধুপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীসহ অনেকে।